CC News

সৈয়দপুরে যমুনা ব্যাংকের শাখা উদ্বোধন

 
 

সিসি নিউজ, ১৮ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুরে ১৮ নভেম্বর (শনিবার) দুপুরে শহরের জিকরুল হক সড়কের ডা: হাফিজ টাওয়ারে যমুনা ব্যাংকের ১১৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে। সৈয়দপুর শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি ডা: নুরুল ইসলাম ও মেজর জেনারেল আবু সাঈদ মো: মাসুদ।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা: আবু আহমেদ মর্তুজা, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালক আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম ভরসা।
ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মো: জাকির হোসেন জানান, যমুনা ব্যাংকের সৈয়দপুর শাখা থেকে অন্যান্য ব্যাংকের চেয়ে গ্রাহকরা অনেক বেশি সেবা পাবে।

Print Friendly, PDF & Email