CC News

চিটাগংকে ১০ উইকেটে হারালো সিলেট

 
 

খেলাধুলা ডেস্ক, ৩ ডিসেম্বর: মিরপুরের উইকেট আবারও প্রশ্নবিদ্ধ, আগের দিন রংপুর অল আউট হয়েছিল ৯৭ রানে। এবার লজ্জায় পড়েছে চিটাগং, সিলেটের বিপক্ষে গুটিয়ে গেছে ৬৭ রানে। চলতি লিগে এটি সর্বনিম্ন সংগ্রহ। চিটাগংয়ের দেয়া সেই ছোট টার্গেটে খেলতে নেমে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় সিলেট।
ছোট লক্ষ্যে পৌছাতে সিলেটের লেগেছিল ১১.১ ওভার। সিলেটের উদ্বোধনী জুটিতে মোহাম্মদ রিজওয়ান ৩৬ রান ও আন্দ্রে ফ্লেচার ৩২ রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান নাসির হোসেন। তিন স্পিনার নাসির, শরিফুল্লাহ ও নাবিল সামাদের সামনে দাড়াতে পারেনি চিটাগং ব্যাটসম্যানরা। সাত জন এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। ১২ ওভারে শেষ চিটাগংয়ের ইনিংস। সবচেয়ে সফল নাসির, ফিরিয়েছেন পাঁচ জনকে। শরিফুল্লা ২টি ও নাবিল নেন ৩ উইকেট।

Print Friendly, PDF & Email