CC News

নীলফামারীতে অাগুনে পুড়ে গেছে ১৩ বসতঘর

 
 

সিসি নিউজ: অগ্নিকান্ডে পাঁচ পরিবারের ১৩টি ঘর ভষ্মিভুত হয়েছে। আজ বুধবার ভোরে নীলফামারীর জেলা শহরের মধ্য হাড়োয়া শালহাটি পাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, সেখানকার মহসিন আলীর রান্না ঘরের চুলা হতে অগ্নিকান্ডের সুত্রপাত হলে পাঁচ পরিবারের ৯টি বসত ঘর, ৪টি রান্না ঘর ভষ্মিভুত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। বিষয়টি নিশ্চিত তরে ফায়ার স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, অগ্নিকান্ডে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী বলেন, অগ্নিকান্ডে পরিবারগুলোর সর্বস্ব হারিয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email