• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন |

লালমনিরহাটের সাবেক এমপি নুরুজ্জামান আর নেই

লালমনিরহাট,৬ ডিসেম্বর: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য পাটগ্রাম জসমুদ্দিন আব্দুল গনি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুজ্জামান আর নেই।

মঙ্গলবার সন্ধ্যায় পাটগ্রাম শহরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি……. রাজিউন)

মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি মুক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টরের অন্যতম সংগঠক ছিলেন। লালমনিরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী নুরুজ্জামান ১৯৭৯ সালে বিএনপি’র মনোনয়ন নিয়ে হ্যাঁ/না ভোটে লালমনিরহাট-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান রাজনীতিক ও শিক্ষক কাজী নুরুজ্জামান।

বুধবার দুপুরে পাটগ্রাম জসমুদ্দিন আব্দুল গনি সরকারী কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি পাটগ্রাম উপজেলার কুচলীবাড়িতে। সেখানে বিকেল ৪টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে মরহুমের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ