CC News

ময়মনসিংহে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিকের মৃত্যু

 
 
ময়মনসিংহ, ১১ ডিসেম্বর: ময়মনসিংহ শহরে সহকর্মীর ছুরিকাঘাতে আহত এক পরিবহন শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহাব উদ্দিন (৩০) শহরের আগ্রাকান্দা এলাকার আবদুল জলিলের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম বলেন, রবিবার বিকালে মাসকান্দা বাসস্ট্যান্ডে ভাড়ার টাকা ভাগভাটোয়ারা নিয়ে জুয়েল নামে এক সহকর্মীর সঙ্গে শাহাব উদ্দিনের কথা কাটাকাটি হয়। এরই জেরে শাহাবকে ছুরিকাঘাত করেন জুয়েল। স্থানীয়রা গুরুতর আহত শাহাবকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
Print Friendly, PDF & Email