CC News

সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা আর নেই

 
 

সিসি নিউজ, ১৯ ডিসেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মোস্তফা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।
গেলো ১৮ নভেম্বর ব্যক্তিগত গাড়িতে ঢাকায় আসার পথে, টাঙ্গাইলের মির্জাপুরে বাসের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে, তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়।
গত বছর গাইবান্ধা-এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুর পর, ওই আসনের উপনির্বাচনে জয়ী হন গোলাম মোস্তফা।
তার মৃত্যুতে শোক জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email