• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন |

ট্রাম্পের হুমকিকে বুড়ো আঙুল দেখালো বিশ্ববিবেক

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেম ইস্যুতে মার্কিন সহায়তা বন্ধের হুমকি উপেক্ষা করে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। বিশ্বের একক পরাশক্তি যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখাবার এই ঘটনা ইতিহাস হয়ে থাকবে।

ঐতিহাসিক এই ভোটাভুটির মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে যে দখলদার ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছিলেন, মূলত সেটাকেই প্রত্যাখ্যান করা হলো।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিন ১৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। এদিন ফিলিস্তিন তথা নির্যাতিত মানবতার পক্ষে অবস্থান নেয় বাংলাদেশ। ওদিকে বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। আর ভোটদানে বিরত থাকে ৩৫টি দেশ।

তাছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে তার ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সর্বোপরি এ ভোটাভুটিতে এটাই প্রমাণিত হলো যে, অধিকাংশ দেশ অনুন্নত বা স্বল্পোন্নত হলেও মার্কিন সহায়তার কাছে নিজেদের বিবেক বিক্রি করে দেয়নি। তারা দাঁড়িয়েছে বিশ্ব মানবতার পক্ষে, জেরুসালেমের বৈধ দাবিদার ফিলিস্তিনের বিপ্লবী জনতার পক্ষে। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ