CC News

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় জেলের মৃত্যু

 
 

জয়পুরহাট প্রতিনিধি, ১১ জানুয়ারী: জয়পুরহাটে পাঁচবিবিতে বড় মানিক এলাকায় ভ্যান ও মেসি ট্যাক্টরের সংঘর্ষে ইদ্দিস আলী (৫৫)নামে এক জেলে প্রান হারিয়েছেন ও আহত হয়েছেন আরো দুই জেলে। বৃহস্পতিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইদ্দিস আলী উপজেলার বড় মানিক এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে এবং আহতরা হলেন- পশ্চিম বড় মানিক এলাকার আবুল হোসেনের দুই ছেলে ছানোয়ার হোসেন (৩৫) ও ছামিউল ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান ,বৃহষ্পতিবার সকালে মাছের ব্যবসার উদ্দেশ্যেওই তিন জেলে বাড়ি থেকে ভ্যানযোগে পাঁচবিবি উপজেলা শহরে যাচ্ছিলেন।

পথে বড় মানিক এলাকায় পৌঁছিলে একটি মেসি-ট্রাক্টরের সাথে ওই ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইদ্রিস আলী মারা যান। আহত ছানোয়ার ও ছামিউলকে উদ্ধার করে স্থানীয়রা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন বলেও জানান ওসি।

Print Friendly, PDF & Email