• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন |

‘পার্লামেণ্টকে ক্ষমতায় রেখে নির্বাচন কখনই সুষ্ঠু হতে পারে না’

নীলফামারী প্রতিনিধি, ১৩ জানুয়ারী: বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বলেছেন, ‘আরো যদি লড়াই সংগ্রামে প্রাণ দিতে হয় তবু এই সরকারের অধিনে কোনো নির্বাচনে আমরা যাবো না।’
শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নীলফামারীতেও দলের বহু তরতাজা প্রাণ ঝড়ে গেছে। আরো যদি লড়াই সংগ্রামে প্রাণ দিতে হয় তবু এই সরকারের অধিনে কোনো নির্বাচনে আমরা যাবো না।’
শেখ হাসিনাকে অনির্বাচিত প্রধানমন্ত্রী দাবি করে বলেন, ‘সহায়ক সরকার অথবা নির্বাচন কালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করা না হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে, পার্লামেণ্টকে ক্ষমতায় রেখে নির্বাচন কখনই সুষ্ঠু হতে পারে না।’
শহরের পৌরবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে ওই কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, নির্বাহী সদস্য বিলকিছ ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো.শামসুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ