CC News

উত্তরের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত

 
 

সিসি নিউজ, ২০ জানুয়ারী: কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের কুড়িগ্রামের কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে। যা ঢাকা থেকে ২৭২ কিলোমিটার দূরে।

আজ শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এ কম্পনের স্থায়ীত্বকাল ছিল প্রায় ৮ সেকেন্ড। সকালের প্রচন্ড শীতে কম্পনের সময় লোকজন ঘুমিয়ে থাকায় জনসাধারণের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবে সকালে রাস্তায় বেড়িয়ে আসা ও জেগে থাকা মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেককে বাড়ি ঘর ছেড়ে খোলা জায়গায় যেতে দেখা যায়। তবে এ পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

Print Friendly, PDF & Email