CC News

অনলাইনে পেনশন তুলতে পারবেন স্কুল-কলেজের শিক্ষকরা

 
 

সিসি নিউজ, ২৩ জানুয়ারী: ফেব্রুয়ারি মাস থেকে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা অনলাইনেই পেনশনের টাকা তুলতে পারবেন। এ সেবা পেতে শিক্ষকদের সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আইটি শাখাকে নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। এতে ভোগান্তি কমার পাশাপাশি দালাল চক্রের অপতৎপরতা দূর হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ব্যানবেইস ভবনের নিচতলার এই কার্যালয় থেকে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাষ্টের টাকা দেয়া হয়।
শিক্ষকদের অবসর ভাতা নেয়ার জন্য এখন কমপক্ষে তিন বছর অপেক্ষা করতে হয়। ভাতা তুলতে পড়তে হয় সীমাহিন ভোগান্তিতে। সেই সাথে আছ দালালদের দৌরাত্ম।
শিক্ষকদের ভোগান্তি দূর করতে ফেব্রুয়ারি মাস থেকে অনলাইন কার্যক্রমে যাচ্ছে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাষ্ট।
অনলাইনে কার্যক্রম শুরুর পর শিক্ষকদের পেনশনের টাকা পাওয়ার জটও অনেকটা কমে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
বেসরকারি শিক্ষকদের প্রতি মাসের বেতন থেকে ছয় শতাংশ কেটে রাখা হয়। এর চার ভাগ যায় অবসর সুবিধা বোর্ডে এবং বাকি দুই ভাগ কল্যাণ ট্রাস্টে। এর সঙ্গে সরকারি অর্থ যোগ করে শিক্ষকদের পেনশন দেয়া হয়।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন

Print Friendly, PDF & Email