• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন |

টেস্ট দলে ১৭ বছর বয়সী নাঈম

ঢাকা: শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার কামরুল ইসলাম রাব্বি। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রায় চৌধুরী, সৌম্য সরকার ও সাব্বির রহমান। দলে একমাত্র নতুন মুখ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিউজিল্যান্ডে থাকা ১৭ বছর বয়সী অফস্পিনার মোহাম্মদ নাঈম হাসান।

নাঈম প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন মাত্র ৪টি ম্যাচ। উইকেট ৯টি। টেস্ট দল ঘোষণার দিন কোয়ার্টার ফাইনালে ভারতের দুটি উইকেট নেন নাঈম। অল্প বয়সে আরেকজন ক্রিকেটারকে আন্তর্জাতিক আঙিনার কঠিন মঞ্চে ঠেলে দেয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের সাথে মেহেদী হাসান মিরাজকে ডেব্যু করিয়েছি। ও কিন্তু তখন অনভিজ্ঞ ছিল। অনূর্ধ্ব-১৯ দল থেকে নিয়েছিলাম। নাঈম হাসান যেহেতু বিসিবির প্রোগ্রামে আছে, ইমার্জিং কাপে খেলেছিল, সামর্থ্য আছে বলে আমরা মনে করি।’

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে দল হারলেও দারুণ বোলিং করেছেন নাঈম। মিনহাজুল এ সম্পর্কে বলেন, ‘আজকেও ভারতের সাথে ভালো বোলিং করেছে নাঈম। বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে সেটি মাথায় রেখেই আমরা ওকে রেখেছি। হোমে স্পিনের উপরে জোর দিয়েছি। এজন্য ব্যাকআপ রাখা।’

বাংলাদেশের শততম টেস্টে কলম্বোয় খেলেছিলেন মোসাদ্দেক। মাঝে জাতীয় দলে জায়গা হারান চোখের সংক্রমণের কারণে। সেটা কাটিয়ে বিসিএলে ফিরে সেঞ্চুরি করেছেন। তাই আবার বিবেচিত মিডলঅর্ডারে সম্ভাবনা জাগানো এই তরুণ। মিনহাজুল বলেন, ‘চোখের সমস্যার কারণে সাউথ আফ্রিকায় যেতে পারেনি। এখন সৈকত ভালো আছে। এজন্য ফিরেছে।’

সেখানে রাব্বি দলে ফিরলেন প্রায় নয় মাস পর। গত মার্চে শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও শেষবার টেস্টে নেমেছেন গত ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে। প্রধান নির্বাচক এই পেসারের ডাক পাওয়া নিয়ে নান্নু বললেন, ‘সিম বোলিংয়ে সুইং বোলার হিসেবে রাব্বিকে রেখেছি।’

৩১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজের প্রথমটি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে।

প্রথম টেস্টের দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদেী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ