• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

জয়পুরহাটে বিএনপি অফিসে তালা

জয়পুরহাট প্রতিনিধি: অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জয়পুরহাট জেলা বিএনপি’র অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে একাংশ। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশের নেতৃত্বে একদল নেতাকর্মী তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ আরেক অংশের।

তালাবদ্ধ থাকায় অফিসের বাইরেই কর্মীসভা করেছেন আরেক অংশের নেতাকর্মীরা। জেলার ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বাধীন ওই অংশ সোমবার দুপুরে অগত্যা অফিসের বারান্দাতেই সভা করেন।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, জেলা বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের জের চলছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় পূর্ব নির্ধারিত কর্মীসভায় অংশগ্রহণ করতে কার্যালয়ে আসার পর তালাবন্ধ দেখতে পান ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বাধীন নেতাকর্মীরা।

এ অবস্থায় কার্যালয়ের বারান্দাতেই কর্মীসভা করেন তারা। জেলা বিএনপি’র সহ সভাপতি ও ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, সরদার লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মণ্ডল, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, মোস্তাফিজুর রহমান তোতা, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

দলীয় কর্মকাণ্ড ভন্ডুল করতেই সাধারণ সম্পাদক ও তার অংশের কতিপয় নেতাকর্মী কার্যালয় বন্ধ করে রেখেছেন বলে কর্মীসভায় অভিযোগ করেন নেতাকর্মীরা।

তবে এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ বলেন, জেলা বিএনপি কার্যালয় সাধারণত বিকেলে খোলা হয় বলে অফিস সহকারী বিকেলেই আসে। তাই তালা ঝুলছে বলে দাবি করেন তিনি।

ব্যক্তিগত কাজে জয়পুরহাটের বাইরে আছেন বলেও যোগাযোগ করা হলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ