CC News

পাঁচবিবিতে ভারতীয় পণ্য উদ্ধার

 
 

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই পাকা রাস্তার উপর থেকে ভারতীয় উন্নত মানের ১২৭ পিচ শাড়ি-কাপড় উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার সিজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে বিজিবি জানান।

পাঁচবিবি বিশেষ কোম্পানী কমান্ডার খয়বর হোসেন জানায়, আজ বুধবার সকালে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে শাড়ি-কাপড় ভটভটি যোগে উচাই বাজার অতিক্রম করতে গেলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে পণ্য গুলো ফেলে পালিয়ে যায়।এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত শাড়ি-কাপড় গুলো পরে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email