CC News

কুড়িগ্রামে শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 
 

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, বিদ্যালয়ের অধ্যক্ষ প্রতিমা চৌধুরী প্রমূখ।
প্রতিযোগীতায় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫শতাধিক শিক্ষার্থী ২০টি ইভেন্টে অংশ নেয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Print Friendly, PDF & Email