CC News

সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আ.লীগ

 
 

সিসি ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী: সংসদ নির্বাচনের জন্য জোরশোরে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এরই মধ্যে ১৫টি টিম দেশব্যাপী কাজ শুরু করেছে। প্রচারণার পাশাপাশি দলীয় কোন্দল মেটানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দলটির। আগামী জুনের মধ্যেই সব কিছু চূড়ান্ত করার টার্গেট তাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয় মাস বাকী। এখনই মাঠ নিজেদের পক্ষে নিতে ব্যস্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ। এরই মধ্যে মানিকগঞ্জ, বগুড়া, নড়াইল, ফেনী, নাটোর, বান্দরবানসহ বেশ কিছু জেলায় সাংগঠনিক সফর করেছে নেতারা।

নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত সক্রিয় থাকবে ১৫টি টিম। যারা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন আর জিয়া পরিবারের দুর্নীতির প্রচার করেবেন।

প্রচারণার পাশাপাশি দলের অসন্তোষ দূর করার দায়িত্বও এই টিমগুলোর। লক্ষ্য নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমানো।

আওয়ামী লীগ বিশ্বাস করে যে কোন মূল্যে আগামী নির্বাচনে আসবে বিএনপি। তাই এখন থেকেই নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান তাদের।

Print Friendly, PDF & Email