CC News

ঢাকায় সাবেক পুলিশ কর্মকর্তার পুত্রবধূর মরদেহ উদ্ধার

 
 

সিসি ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী: ঢাকার খিলগাঁওয়ে শ্বশুরবাড়িতে উদ্ধার হলো রাজিয়া সুলতানা রিয়ার মরদেহ। স্বজনেরা বলছেন, যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে রিয়াকে। তবে অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত আবিরের পরিবার। কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষার কথা বলছে পুলিশ।
বছর পেরোওনি বিয়ের। ফেইসবুক প্রোফাইলে এখনো সেই ছবি। এর মধ্যেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো তার মরদেহ।
বনশ্রীর বাসিন্দা রাজিয়া সুলতানা রিয়ার বিয়ে হয় সাবেক পুলিশ কর্মকতা আমির হোসেন পাটোয়ারীর ছেলে আবির বিন আমিরের সঙ্গে। সে ক্যান্সারে আক্রান্ত বলে জানাচ্ছেন স্বজনেরা।
বুধবার সন্ধ্যায় রিয়া অসুস্থ জানিয়ে তার পরিবারকে খবর দেন শ্বশুরবাড়ির লোকেরা। স্বজনদের দাবি, হত্যা করা হয়েছে রিয়াকে।
রিয়ার বাবা বলছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিচ্ছিলো আবিরের পরিবার। আগে দুই লাখ টাকা দিলেও, বৌভাতে জন্য দাবি করছিলো আরও এক লাখ টাকা।
ক্যান্সার আক্রান্ত ছেলের বিয়ে চিকিৎসকের পরামর্শে দিয়েছে দাবি করে যৌতুকের অভিযোগ অস্বীকার করেছেন আমির হোসেন পাটোয়ারী।
এ ঘটনায় আবির বিন আমিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

Print Friendly, PDF & Email