CC News

নীলফামারীতে মাদক নিরাময়ে সংবাদ সম্মেলন

 
 

সিসি নিউজ: মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগীতায় ও জেলা তথ্য দপ্তর এবং জেলা মাদক নিয়ন্ত্রণ দপ্তরের যৌথ আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরিচালক খবির আহমেদ, সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ কুমার রায়।
সংবাদ সম্মেলনে নীলফামারী জেলায় মাদক নিয়ন্ত্রণ রাখতে জনসচেতনতা গড়ে তোলার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়াতে এগিয়ে আসার আহবান জানান।

Print Friendly, PDF & Email