CC News

‘জাফর ইকবালকে আঘাত মানে শিক্ষার ওপর আঘাত’

 
 

সিসি নিউজ, ৪ মার্চ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল আমাদের শিক্ষা পরিবারের একজন অনন্য সদস্য। তার ওপর আঘাত মানে গোটা শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে।

ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে গিয়ে শনিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি আরোও বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email