CC News

সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

 
 

সিসি নিউজ, ১২ মার্চ: নেপালে বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনায় সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনার পর তিনি নেপালের প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এ সময় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী। খাদগা প্রসাদ শর্মা জানান, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে সাহায্যকারী দল পাঠানোসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email