• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন |

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার ফল প্রকাশ

সিসি নিউজ, ১৯ মার্চ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০ টি অনার্স বিষয়ে ৭৩৪ টি কলেজের ২৫৯ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৯১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ হাজার ৭৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

প্রকাশিত ফল বিকাল ৪ টায় ঝগঝ এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh1 Registration No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ওwww.nubd.info থেকে জানা যাবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৬ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪ জন এমফিল এবং ৫ জন পিএইচডি ডিগ্রি গবেষককে ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত। ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে কার্যকর চার বছর মেয়াদী এলএল.বি (অনার্স), ব্যাচেলর অব স্পোর্টস (অনার্স), কোর্সসমূহের অধিভুক্তি রেগুলেশন, সিলেবাস ও রেগুলেশন অনুমোদন উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ