CC News

বিএনপির মেয়রপ্রার্থী: গাজীপুরে হাসান, খুলনায় মঞ্জু

 
 

সিসি নিউজ: গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জু মনোনয়ন পেয়েছেন।
সোমবার রাত সাড়ে নয়টায় বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে দলের সিনিয়র নেতারা প্রার্থী নির্বাচনে বৈঠকে বসেন। সেখানেই দলের নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দলীয় প্রতীকের জন্য বেছে নেয়া হয়।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি প্রার্থীরাই জয় পাবে। রোববার প্রার্থী নির্বাচনে সাক্ষাৎকার নেয়া হয়।

Print Friendly, PDF & Email