CC News

সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 
 

সিসি নিউজ: বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে আজ রোববার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় রিয়াদের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

১৬ এপ্রিল গাল্ফ শিল্ড ওয়ান- শীর্ষক যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সৌদিতে সংক্ষিপ্ত সফর শেষে লন্ডনের উদ্দেশে রওনা হবেন।

১৮ এপ্রিল ২৫তম কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৯ ও ২০ এপ্রিল কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা সংকটের বিষয়টি অন্য সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email