CC News

চিলাহাটি খাদ‌্য গুদামের পরিদর্শক সড়ক দূর্ঘটনায় নিহত

 
 

সিসি নিউজ, ১৯ এপ্রিল: নীলফামারীর চিলাহাটি খাদ‌্য গুদামের উপ-খাদ‌্য পরিদর্শক ওবায়দুল হক সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। বুধবার রাত ১০টার দিকে নীলফামারী-চিলাহাটি সড়কের ধরনীগঞ্জ নামক স্থানে ওই দূঘটনা ঘটে।

সূত্র মতে, সৈয়দপুর থেকে মটরসাইকেল যোগে চিলাহাটি ফিরছিলেন উপ-খাদ‌্য পরিদর্শক ওবায়দুল হক। ধরনীগঞ্জ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি ও মটরসাইকেল আরোহী ডোমারের চাল ব‌্যবসায়ী নুরনবী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে ডোমার হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওবায়দুল হক মারা যান।

নিহত ওবায়দুল হকের বাড়ি রংপুরের গঙ্গাচড়ায় বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email