CC News

নীলফামারীতে আদালতের নথি পরিবর্তন মামলায় গ্রেফতার ৩

 
 

সিসি নিউজ, ২৩ এপ্রিল: অর্থের বিনিময়ে আদালতের নথি পরিবর্তনের মামলায় নীলফামারীতে আদালতের কর্মচারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী সহকারী জজ আদালতের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেন, আইনজীবী সহকারী আবুল কাশেম ও স্থানীয় ডাক বিভাগের কর্মচারী তছলিম উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, নীলফামারী ডাক বিভাগের অর্থ আতœসাতের ঘটনায় দুদক বাদী হয়ে মামলা দায়ের করে। দুদকের দায়ের করা জিআর-৮৭/০৫ মামলায় পাঁচ জনকে এবং জিআর ৯৭/০৫ মামলায় সাতজনকে আসামী করা হয়।
মামলার দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত উপরোক্ত দুটি মামলাতেই পাঁচ আসামীকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন। পরবর্তী সময়ে গ্রেফতারকৃত আসামীগন অর্থের বিনিময়ে দুই আসামীর নাম বাদ দিয়ে অপর তিন আসামীর নামে অভিযোগ করে তিন বিচারকের স্বাক্ষর জাল করে কৌশলে পূর্বের নথি পরিবর্তন করে পরিবর্তিত নথি সংযোজন করেন।
এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত নাজির সোহেল শাহ বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামী করে গত ১৯ এপ্রিল নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email