CC News

ফরিদপুরে শিক্ষিকা ও ব্যাংকারের মরদেহ উদ্ধার

 
 

ফরিদপুর, ০৭ মে: ফরিদপুরের দক্ষিণ ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে একজন কলেজ শিক্ষিকা ও একজন ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুজনের একজন- সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষিকা সাজিয়া বেগম। আরেকজন সোনালি ব্যাংক প্রিন্সিপাল শাখার অডিট কর্মকর্তা ফারুক হাসান। রবিবার দিবাগত রাত ১১টার দিকে ঝিলটুলির একটি চার তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভবনটির নিচ তলায় পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন তারা। ফরিদপুর কোতয়ালী থানার ওসি এ এফ এম নাসিম জানান, বাড়ির মালিক মরদেহ দেখতে পেয়ে খবর দেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email