CC News

ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ি নিহত

 
 

ঠাকুরগাঁও প্রতিনিধি, ২৩ মে: ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতারমাড়ী ফার্ম নামক স্থানে বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ থানার যৌথ অভিযানে পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে সশস্ত্র মাদক ব্যবসায়িদের সাথে পুলিশের এই বন্দুকযুদ্ধ আলতাফুর নামে ১ জন মাদক ব্যবসায়ি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে বালিয়াডাঙ্গী থানার ওসি সাজেদুর রহমানসহ ২ পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে টেলিফোনে জানানো হয়েছে, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী দুই থানার পুলিশের এক যৌথ অভিযানের সময় মাদক ব্যবসায়িরা গুলি চালালে পুলিশ পাল্টা গুলি চালায়।

এ সময় মাদক ব্যবসায়িদের গুলিতে আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানসহ ২ পুলিশ কর্মকর্তা।

 

Print Friendly, PDF & Email