• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

রাখাইনে ৯৯ হিন্দুকে হত্যা করে আরসা : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ মে : মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (আরসা) গত আগস্টে হামলার সময় অন্তত ৯৯ জন হিন্দু বেসামরিক লোককে হত্যা করে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক তদন্তে ওঠে এসেছে। খবর- বিবিসির।

রোহিঙ্গাদের চরমপন্থী দল আরসা সম্ভবত দুইটা ঘটনায় এ গণহত্যা চালায় বলে ধারণা করছে মানবাধিকার সংস্থাটি। যদিও আরসা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেছে।মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার প্রথম দিনই এ হত্যাকাণ্ডের ঘটনা বলে তদন্তে ওঠে আসে। যদিও বার্মিজ নিরাপত্তা বাহিনীও পরবর্তীতে রোহিঙ্গা মুসলমানের ওপর নির্যাতনের অভিযোগ। রাখাইনে তাদের অভিযানে সহিংসতার শিকার হয়ে সে বছর আগস্টে অন্তত ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়।

রাখাইনে এ সহিংস ঘটনার সময় হিন্দুদের মতো বৌদ্ধ জাতিগোষ্ঠীর লোকেরাও এলাকা ছাড়তে বাধ্য হয় বলে সংস্থাটি জানায়।

অ্যামনেস্টি জানায়, বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দুদের কাছ থেকে সাক্ষাতকারে জানা যায়, আগস্টের শেষের দিকে পুলিশ চৌকিতে হামলার সময় রাখাইনের উত্তর মংদু শহরতলীর কয়েকটি গ্রামে হামলা চালায় আরসা।

শরণার্থী ক্যাম্পের হিন্দুরা আরও জানায়, তারা এ সময় তাদের স্বজনদের হত্যার দৃশ্য দেখেছে এবং তাদের চিৎকার শুনেছে।

এ হামলায় ১০ জন নারী ছাড়াও ২৩ জন শিশুকেও হত্যা করা হয়, যাদের মধ্যে ১৪ জনেরই বয়স ৮ বছরের নিচে।

অ্যামনেস্টি জানাচ্ছে, গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে তারা চারটি গণকবর থেকে ৪৫ জন মানুষের মরদেহ উদ্ধার করে। তবে বাকি ৪৬ জনের গণকবরটি এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ