CC News

সৈয়দপুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার পোনামাছ নিধন

 
 

সিসি নিউজ, ২৪ মে: নীলফামারীর সৈয়দপুরে শত্রুতার জেরে মাছের খামারে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার পোনামাছ নিধনের অভিযোগ মিলেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নিয়ামতপুরের বৃত্তিপাড়ার হাবীব মৎস খামারে।

খামারের যৌথ মালিক পক্ষ্যের জাহাঙ্গীর আলম জানান, একই এলাকার জনৈক রতন শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটায়। এ সময় খামারের পাহারাদার আমজাদুল বাঁধা দিতে গেলে তাকে বেদম প্রহার করায গুরুতর আহত হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার বিষয়ে সিসি নিউজকে জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email