CC News

গায়ক আসিফ আকবর গ্রেপ্তার

 
 

সিসি নিউজ, ০৬ জুন: তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গায়ক আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল তাকে রাজধানীর কারওয়ান বাজারে তার অফিস থেকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, তেজগাঁও থানায় গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের দায়ের করা একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে নেয়া হবে। শফিক তুহিনের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে তাকে হুমকি, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন আসিফ।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আসিফের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলায় আসিফ ছাড়াও অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। পরে গায়ক আসিফকে গ্রেপ্তার করে তাকে মালিবাগের সিআইডি কার্যালয়ে নেয়া হয়।

Print Friendly, PDF & Email