CC News

সৈয়দপুর থানার ওসি শাহজাহানের দুটি অনুরোধ

 
 

সিসি নিউজ, ২০ জুন: গত রোববার রাতে সৈয়দপুর বাইপাস মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনার পলাতক বাসটির সন্ধানের জন‌্য সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি আজ বুধবার দুপুরে মোবাইল ফোনে সিসি নিউজকে জানান, অবশ‌্যই ওই যাত্রীবাহি বাসটিতে উত্তরের ৪ জেলার মানুষই যাত্রী হিসেবে ছিল। যে কোন সহৃদয়বান ব‌্যাক্তিকে বাসটি সম্পর্কে তথ‌্য দেয়ার জন‌্য সবিনয় অনুরোধ করছি।

এ ছাড়াও সৈয়দপুর শহরের বাসা মালিকদের তাদের ভাড়াটিয়াদের তথ‌্য হালনাগাত করার জন‌্য অনুরোধ করেছেন।

Print Friendly, PDF & Email