• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন |

নীলফামারীতে ১৬১৮ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নীলফামারী প্রতিনিধি। উন্নয়ন সংস্থা গুড নেইবারস’র (সুপ্রতিবেশি) উদ্যোগে নীলফামারীতে ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সংগলশী ইউনিয়নের কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে ১৬১৮জন শিক্ষার্থীর মাঝে ছাতা, খাতা, কলম ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।
সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, গুড নেইবারস নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যবস্থাপক কর্ণেলিউস দালবৎ ও সংস্থার শিক্ষা ও সুরক্ষা কর্মকর্তা রিফাত আল মাহমুদ বক্তব্য দেন এ সময়।
অন্যান্যের মধ্যে গুড নেইবারস’র আইজিএ কর্মকর্তা আসমান আলী, স্বাস্থ্য কর্মকর্তা পারভেজ আহমেদ উপস্থিত ছিলেন।
গুড নেইবারস’র শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা রিফাত আল মাহমুদ জানান, সংগলশী ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয় এবং ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৬১৮ জন শিক্ষার্থীর মাঝে উৎসাহমূলক উপহার হিসেবে শিক্ষা উপকরণ এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলো শিক্ষার্থী প্রতি ৪টি খাতা, ৪টি কলম, ১টি ছাতা, ৫০০গ্রাম মুড়ি এবং ৭০ গ্রাম চানাচুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ