• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন |

মুসার জোড়া গোলে ডুবল আইসল্যান্ড

খেলাধুলা ডেস্ক, ২২ জুন: আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দ্বিতীয়ার্ধে ব্যাপক চমক দেখালো নাইজেরিয়া। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে দুই গোল দিয়ে জয় পেয়েছে নাইজেরিয়া।

অবশ্য ভলগোগ্রাদ এরেনায় শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে নাইজেরিয়া। কিন্তু আক্রমণ সবচেয়ে বেশি শানিয়েছে আইসল্যান্ডই। যদিও তারা গোলের দেখা পায়নি। উল্টো নাইজেরিয়ার কাছে গোল খেয়েছে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মত বড় দলকে ১-১ গোলে থামিয়ে দিয়েছে আইসল্যান্ড। অথচ অপেক্ষাকৃত দুর্বল দল ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে নাইজেরিয়া। আগে থেকেই ফুটবল বোদ্ধারা সমীকরণ মেপে আইসল্যান্ডকে এগিয়ে রাখলেও ম্যাচে তার উল্টো খেলা দেখা গেল।

ম্যাচের শুরুতেই নাইজেরিয়ার গোলমুখে আক্রমণ আইসল্যান্ডের। মাত্র তিন মিনিটেই ফ্রি-কিক পেয়ে যায় দলটি। তবে পোস্টের বাম কোপে লাফিয়ে উঠে সেই বলটি তালুবন্দী করে নেন নাইজেরিয়ার গোলরক্ষক ফ্রান্সিস উঝো। বেঁচে যায় নাইজেরিয়া।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আইসল্যান্ডের গোলপোস্টে মুহুর্মুহু আঘাত হানে আফ্রিকার সুপার ঈগলরা। গোলশূন্য ম্যাচে মুসার শটে এগোয় নাইজেরিয়া। পরে আবারো আইসল্যান্ড শিবিরে মুসার দ্বিতীয় আঘাত।

আইসল্যান্ডও কম যায় কিসে। একের পর এক আঘাত হানে ঈগলদের শিবিরে। ভিএআর প্রযুক্তির কল্যাণে পেনাল্টিরও সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ