CC News

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে শিক্ষার্থীসহ আহত ১০

 
 

সিসি নিউজ, ০১ জুলাই: নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে  একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস পিয়নসহ ৯ স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ শিক্ষার্থীকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই উপজেলার কাঁঠালী এস সি উচ্চ বিদ্যালয়ের আজ সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষে ওই ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানের প্রধান মো: বেলাল হোসেন সিসি নিউজকে জানান, সকালে বৃষ্টির কারনে সাড়ে ১০টার দিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীরা অর্ধ বার্ষিক পরীক্ষায় বসছিল। এমন সময় বজ্রপাতে অফিসের পিয়ন লুৎফর রহমান সহ ৯ শিক্ষার্থী আহত হয়। তিনি জানান, আহতরা চিকিৎসা নেয়ার পর এখন সকলেই সুস্থ রয়েছে।

Print Friendly, PDF & Email