CC News

এইচএসসিতে পাশের হার ৬৬.৬৪ শতাংশ

 
 

সিসি ডেস্ক, ১৯ জুলাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানেরা। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন তারা।

শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে পাসের হার ৬৬.৬২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। মোট পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৩৭ হাজার ৭২৬ জন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ পয়েন্ট। এ ছাড়া পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।

পাসের হারে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৪৪ জন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।

ফলাফল জানা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd তে।

গেলো ২ এপ্রিল শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১০টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ১১হাজার ৪৫৭ জন শিক্ষার্থী।

Print Friendly, PDF & Email