CC News

দাবদাহে সারাদেশে বিপর্যস্ত জনজীবন

 
 

সিসি নিউজ, ২০ জুলাই: সারা দেশে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে নাভিশ্বাস উঠছে জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ থাকবে আগামীকাল পর্যন্ত।
আবহাওয়াবীদরা বলছে, মৌসুমী বায়ু এখন বাংলাদেশের উপর কম সক্রিয় রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টিও হচ্ছে না। বাতাসেও জলীয় বাষ্প স্বাভাবিকের তুলনায় বেশি। এসব কারণে দেখা দিয়েছে দাবদাহ পরিস্থিতি।
তবে গতকালের তুলনায় আজ দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তাপমাত্রা ১ থকে ৩ ডিগ্রী সেলসিয়াস কম ছিলো। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মাঝারী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ সন্দ্বীপ ও সীতাকুণ্ডে বইছে মৃদু তাপপ্রবাহ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
গতকাল ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

Print Friendly, PDF & Email