প্রথম পাতা » বিনোদন »
‘জ্যাম’ ছবির মহরত করলেন ওবায়দুল কাদের

জমকালো মহরত অনুষ্ঠানে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা, টলিউডের নায়িকা ঋতুপর্নো সেনগুপ্ত, মান্নাপত্নী শেলি মান্না, ফেরদৌস, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান, ছটকু আহমেদ, মিয়া আলাউদ্দিন, বজলে রাশেদ চৌধুরী, খালদা আক্তার কল্পনা, দিলারা ইয়াসমীন, মাসুম বাবুল, জ্যাকি আলমগীর, প্রযোজক শরীফউদ্দিন দিপু ছাড়াও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মান্না অনেক জনপ্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু মধ্য গগন থেকে তিনি ঝরে পড়েছেন। আজকের দিনে তার মত অভিনেতা দরকার ছিল। মন্ত্রী আরো বলেন, সিনেমা হতে পারে মানুষের জীবন গঠনের অন্যতম হাতিয়ার। ‘জ্যাম’ যেন তেমনই একটি ছবি হয় সেই কামনা থাকলো।

ঋতুপর্ণা সেন বলেন, এই অনুষ্ঠানে এসে খুব ভাগ্যমান মনে করেছি। দীর্ঘদিন ধরে আমাদের দুই বাংলার সংস্কৃতির আদানপ্রদান চলছে। পাশাপাশি দুই বাংলার শিল্পীদের আসা যাওয়ার পথটা মসৃণ না৷ আমি আশা করবো ‘জ্যাম’ ছবির মাধ্যমে মনের জ্যাম দূর করে দুই বাংলার যাতায়াতের পথ সহজ হবে৷
এদিকে, মহরত অনুষ্ঠানের সুভেনিয়্যর থেকে জানা যায়, ছবিতে অভিনয় করবেন ফেরদৌস, পূর্ণিমা, আরেফিন শুভ, মৌসুমী, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান ও চম্পা।
