CC News

ফুলবাড়ীতে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

 
 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নদিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ছোটন বাবু (১০) নামে এক তৃতীয় শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অাম্রবাড়ি গ্রামের ছোট যমুনা নদিতে এই ঘটনা ঘটে।
নিহত ছোটন বাবু উপজেলার আম্রবাড়ি গুচ্ছ গ্রামের মঞ্জুরুল হক এর ছেলে। সে আম্রবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।

ছোটন বাবুর পিতা মঞ্জুরুল হক বলেন, ছোটন বাবু গত তিনদিন পুর্বে তার নানার বাড়ী চকচকায় বেড়াতে গিয়ে, গত রোববার দুপুরে ছোট যমুনা নদিতে গোসল করতে নামে। এর পর আর তাকে খুজে পাওয়া যায়নি। সোমবার সকালে আম্রবাড়ি ঘাটে মাছ মারতে গিয়ে ছোটন বাবুর মৃতদেহ দেখতে পায় তার প্রতিবেশিরা।

Print Friendly, PDF & Email