CC News

নীলফামারীতে টাটা গাড়ির শো-রুম উদ্বোধন

 
 

ওয়ালি মাহমুদ সুমন। নীলফামারীতে টাটা গাড়ির একমাত্র ‘শো রুম’ উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরে শহরের শান্তিনগরে আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় শো-রুমের উদ্বোধন করেন টাটা মটরস’র সহকারী কান্ট্রি ম্যানেজার জয়ন্ত খোশলা।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, জেলা বিএফএ’র সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ অষ্ট্রেলিয়া সিডনি

শাখার সাংগঠনিক সম্পাদক আইজিদ আরাফাত অরুপ, টাটার সহকারী মহাব্যবস্থাপক মিজানুর রহমান ও রুহুল আমিন মাসুদ ও বক্তব্য দেন।
মহসিন রেজা রুপম ও আমিনা রহমান বৈশাখীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাটা নীলফামারী শো-রুমের স্বত্বাধিকারী গওহর জাহাঙ্গীর রুশো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টাটা গাড়ির সহকারী মহাব্যবস্থাপক প্রডাক্ট প্রেসিডেন্ট(পিকআপ) তানভীর হাসান।
পরে ফিতা কেটে নীলফামারী শো রুমের দ্বার উন্মোচন করেন অতিথিরা।
সহকারী মহাব্যবস্থাপক তানভীর হাসান জানান, শো রুম উদ্বোধন উপলক্ষে তিন দিনের মধ্যে আগ্রহী ক্রেতাদের বিনামুল্যে রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স এবং উপহার হিসেবে ২৪ইঞ্চি এলইডি টিভি দেয়া হবে।
পরে একই স্থানে তিনদিনের টাটা পিকআপ গাড়ির মেলা শুরু হয়।

Print Friendly, PDF & Email