• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন |

পাঁচ বছরের নিষেধাজ্ঞা উঠছে আশরাফুলের

খেলাধুলা ডেস্ক, ১৩ আগষ্ট: মোহাম্মদ আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আর কোন বাঁধা নেই। উচ্ছ্বসিত আশরাফুল আবারও লাল-সবুজ জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন, নিজেকে প্রমাণ করে মাঠে ফিরতে হবে আশরাফুলকে।
পাঁচ বছর আগে আশরাফুলের ফিক্সিংয়ের ঘটনা কাঁপিয়ে দিয়েছিলো টাইগার ক্রিকেটকে। দেশের সবচেয়ে বড় তারকা এমন জঘন্য অপরাধের কারণে শাস্তি পেয়েছেন, ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে পাঁচ বছর। শাস্তির সময় শেষ হয়েছে, আবারও সবধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন টাইগারদের প্রথম পোস্টার বয়।
সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখনও আশরাফুলের দখলে। টাইগারদের অনেক জয়ের নায়কের নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবরে খুশি তাঁর ভক্তরা। তবে প্রধান নির্বাচক বলছেন জাতীয় দলে ফিরতে হলে নিজেকে প্রমাণ করতে হবে। ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে দিতে হবে পরীক্ষা।
২০১৩ বিপিএলে ফিক্সিংয়ের সাথে জড়িয়ে পড়েন তিনি। এক বছর পর বিপিএলের দুর্নীতি বিরোধী ট্রাইবুন্যাল আশরাফুলের উপর ৮ বছরে নিষেধাজ্ঞা আরোপ করলেও বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল শাস্তি কমিয়ে পাঁচ বছরে নামিয়ে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ