CC News

ইভিএম ব্যবহারে ইসি কমিশনার মাহবুব তালুকদারের বিরোধিতা

 
 

সিসি ডেস্ক, ৩০ আগষ্ট: সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে ইসির বৈঠকে আপত্তি জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আপত্তি জানান তিনি।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে শুরু হয় ইসির মুলতবি বৈঠক। এতে অংশ নেন মাহবুব তালুকদারসহ অন্যান্য কমিশনার ও সচিব হেলালুদ্দীন আহমদ।
বৈঠক শুরুর আধা ঘণ্টা পরেই বেরিয়ে আসেন মাহবুব তালুকদার। তিনি জানান, ইভিএম যুক্ত করে আরপিও সংশোধনের প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেয়ার কথা।
এর আগে গত ২৬ আগস্ট আরপিও সংশোধন বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ঐদিন সিইসি কে এম নুরুল হুদা সরকারি সফরে শ্রীলঙ্কায় যাওয়ার কারণে বৈঠকটি শেষ না করে মুলতবি করা হয়।

Print Friendly, PDF & Email