প্রথম পাতা » সারাদেশ »
রাসিক নির্বাচন বাতিল চেয়ে বুলবুলের মামলা

আইনজীবী প্যানেলের সদস্য পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘মামলা দায়েরের সময় সিনিয়র আইনজীবী আবুল কাশেমের নেতৃত্বে পাঁচজন আইনজীবী শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালতের বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নিয়েছেন। মামলায় ১৩৮টি কেন্দ্রে অনিয়ম ও ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানানো হয়েছে।’
বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। তাই আমি মনে করি এ নির্বাচন বাতিল হওয়া প্রয়োজন। তাই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট।
এদিকে গত বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ-বাক্য পাঠ করান।