• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন |

ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

সিসি ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। জানুয়ারি নয়, ডিসেম্বরেই একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে এক সপ্তাহের মধ্যে সারা দেশে পৌঁছবে ভোটার তালিকার সিডি। তবে এবারের ভোটেই ইভিএমের বিধান যোগ করে আরপিও সংশোধনী হচ্ছে কি-না সে বিষয়ে কোন তথ্য কমিশনের কাছে নেই বলেও জানিয়েছেন ইসি সচিব।
সংসদ বহাল রেখে নাকি ভেঙ্গে দিয়ে একাদশ সংসদ নির্বাচন হবে, সেই আলোচনা যখন রাজনতৈক মহলে, তখন নির্বাচন কমিশন বলছে, দিন-ক্ষণ নিয়ে এখনও আলোচনা করেনি কমিশন। চলছে সচিবালয়ের নানা বিভাগের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ। সব তথ্য হাতে এলেই তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি।এবারের ভোটে কেন্দ্র হচ্ছে ৪০ হাজার ১৯৯টি। সিলেট ও খুলনা বিভাগ দিয়ে শুরু হয়েছে ভোটার তালিকার সিডি বিতরণ। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনী তফসিলের আগে পাস না হলে আগের নিয়মেই ভোট নেবে নির্বাচন কমিশন।
পর পর দুই বার জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হবে, এমন আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। তবে ইসি বলছে, নিবন্ধন বাতিলের একমাত্র শর্ত এটি নয়। তবে এ ধরনের দল পড়বে ঝুঁকিতে।
জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে জানিয়ে ইসি সচিব বলছেন, দলীয় তকমা নেই এমন ব্যক্তিদেরই প্রাধান্য দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ