• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন |

প্রধানমন্ত্রী আজ ময়মনসিংহে যাচ্ছেন

সিসি ডেস্ক, ০২ নভেম্বর।। ময়মনসিংহকে বিভাগ ঘোষণা এবং ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনন্দে উচ্ছ্বসিত ময়মনসিংহবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার অপেক্ষায় প্রহর গুনছেন। প্রধানমন্ত্রী আজ শুক্রবার দুপুরে আসছেন ময়মনসিংহে। তিনি দুপুর ৩টায় স্থানীয় সার্কিট হাউস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এ ছাড়া ১০৩টি প্রকল্পের উদ্বোধন এবং ৯২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহর ও জেলাজুড়ে এখন সাজসাজ রব। বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

মাত্র কয়েক দিন আগে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর জনসভাস্থল এবং চলাচলের পথগুলো দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে। প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের যেসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সে সবের মধ্যে আছে বিভাগীয় সার্কিট হাউস, ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, নেত্রকোনা স্টেডিয়াম, ব্রহ্মপূত্র নদের ওপর সেতু, বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ