CC News

পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রাজু আর নেই

 
 

এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)।। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি’র পৌর সভাপতি মোঃ রাজিউর রহমান রাজু আজ রবিবার সকালে শহরের মুন্সিপাড়া নিজ বাস ভবনে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এসময় তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত‌্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর মেয়র কসিরুল আলম ও বিভিন্ন নেতাকর্মী স্বশরীরে উপস্থিত হয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন ।

Print Friendly, PDF & Email