• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন |

ব্যানার-পোস্টার ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ ইসির

সিসি নিউজ, ০৯ নভেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ নভেম্বর। এর আগে, নির্বাচনী প্রচার চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার দুপুরে নির্বাচন ভবনে এসব নির্দেশনার কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিব বলেন, বিভিন্ন স্থানে লাগানো সব ব্যানার-পোস্টার-তোড়ন আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে। এছাড়া, জোটবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য রাজনৈতিক দলগুলোকে ৩ দিন সময় দেয়া হয়েছে।
ইসি সচিব জানান, অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো কোন জোটের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাইলে তাতে আইনি কোন বাধা নেই। রোববার থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলেও জানান তিনি।
হেলালুদ্দীন আহমদ আরো জানান, এরই মধ্যে ৩০০ সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটনে রিটার্নিং অফিসার থাকবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ