• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন |

মেক্সিকোতে অগ্নিকাণ্ডে ৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ ডিসেম্বর।।  মেক্সিকো সিটির উপকণ্ঠে একটি বাড়িতে লাগা আগুনে সাত শিশু নিহত হয়েছে। মেক্সিকান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

শহরের প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইজতাপালাপা উপকণ্ঠে সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত শিশু নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু কিছুটা বড় বাকি ছয়জনই ছোট।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই শিশুদের বাবা-মা তাদের কর্মক্ষেত্রে ছিলেন। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন শিশুরা বাবা-মা ছাড়াই বাড়িতে ছিল। রাজধানীর পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ব এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

দেশটিতে বাড়ি-ঘর গরম রাখতে কাঠ বা কাঠকয়লা দিয়ে আগুন ধরানো বা ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগের কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করছেন। তবে শীতকালে গ্যাস হিটার কিভাবে নিরাপদে ব্যবহার করা যায় সে বিষয়ে ক্যাম্পেইন চালানো উচিত বলে মনে করেন তারা। মেক্সিকো সিটির সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা। সেখানে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ