CC News

ইথিওপিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ১৫৭ জনই নিহত

 
 

আন্তর্জাতিক ডেস্ক, ১০ মার্চ।। ইথিওপিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের ১৫৭ জনই নিহত হয়েছেন। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি স্থানীয় সময় রবিবার সকাল পৌনে ৯টার দিকে বিধ্বস্ত হয়। কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে উড়োজাহাজটি।

বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিল। সংবাদ সংস্থা রয়টার্সকে এই কথা জানান ওই বিমানসংস্থার এক কর্মকর্তা।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বের একটি শহর বিশোফতুর সামনে ভেঙে পড়ে বিমানটি।

নিহতদের পরিবারের জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ টুইটারে সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে এই কথা জানানো হয়।

তিনি বলেন, সরকার ও ইথিওপিয়ার সমস্ত নাগরিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অফিস ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান ভেঙে পড়ার ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশে গভীর শোক প্রকাশ করছে। এই প্রবল খারাপ সময়ে তাদের পরিবারের পাশে রয়েছে ইথিওপিয়ার মানুষ। সূত্র: এনডিটিভি

Print Friendly, PDF & Email