CC News

সৈয়দপুরে বিনা টিকিটে রেলভ্রমণে ৪০ যাত্রীর জরিমানা

 
 

সিসি নিউজ, ১৫ মার্চ।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪০ যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত যাত্রী সাধারণ এবং চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ট্রেন রুপসা, রাজশাহী থেকে ছেড়ে আসা তীতুমীর ও খুলনা থেকে ছেড়ে আসা আপ রুপসা ট্রেনে ওই অভিযান পরিচালিত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব আলতাফ হোসেন শেখ ও সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার রায় যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।

এ সময় ট্রেনে বিনা টিকিটে ভ্রমনের দায়ে রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব আলতাফ হোসেন শেখ ২৫ যাত্রী এবং সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার রায় ১৫ যাত্রীকে জরিমানা করেন।

Print Friendly, PDF & Email