• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন |

এসএসসি’র দুটি পরীক্ষা পিছিয়ে গেলো

Educationসিসি নিউজ: উপজেলা নির্বাচনের কারণে এসএসসি’র দুটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব অলিউল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে এ তথ্য জানানো হয়।

পিছিয়ে দেয়া দুটি পরীক্ষা হলো ধর্ম ও হিসাব বিজ্ঞান। আগামী ১৮ ফেব্রুয়ারির ধর্ম পরীক্ষা (ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট) অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। ২০ ফেব্রুয়ারির হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে ২০ মার্চ।

এর আগে নির্বাচন কমিশন প্রস্তাবিত ৬ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বন্ধের দিনগুলোতে নির্বাচন হবে। শিক্ষার্থীদের সুবিধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ বলেন, সোমবার শিক্ষামন্ত্রণালয়ে চিঠি দিয়ে ৬টি দিনের কথা জানানো হয়েছে। পরে তারা আমাদেরকে জানিয়েছে, এই দিনগুলোতে নির্বাচন করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ